আবারও মেসির গোল
গত সপ্তাহে ম্যাকাইবা হাইফার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। এবার অলিম্পিক লিওনের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচেও পিএসজির গোলের খাতা খুললেন আর্জেন্টাইন জাদুকর।
ম্যাচের পাঁচ মিনিটে মেসির গোলে এগিয়ে গেলেও বাকি সময়ে অবশ্য মেলেনি আর কোনো গোল। অনেক সুযোগ হারানো ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই বাড়ি ফিরেছে পিএসজি। এ জয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।
লিওনের মাঠে খেলতে গিয়ে ম্যাচের শুরুতেই দারুণ বোঝাপড়ার প্রদর্শনী করেন মেসি ও নেইমার। প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে রেখে নেইমারকে বল এগিয়ে দেন মেসি। ফিরতি বল পেয়ে বাম পায়ের নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন সাতবারের ব্যালন ডি অরজয়ী তারকা।
‘শুরুতেই গোল পাওয়ার পর লিওনের ওপর একের পর এক আক্রমণ করতে থাকে পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে মেসির দুর্দান্ত শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান লিওনের গোলরক্ষক। পরের মিনিটে চীনের প্রাচীর হয়ে যাওয়া গোলরক্ষকের কাছে আটকা পড়েন কাইলিয়ান এমবাপে।
দারুণ সব আক্রমণ করেও রক্ষণের কাছে আটকা পড়ার চিত্র চলতে থাকে পুরো ম্যাচজুড়ে। ম্যাচের পুরোটা সময়ে গোলের জন্য ১৫টি শট নেয় পিএসজি। যার মধ্যে ৮টিই থাকে লক্ষ্য বরাবর। কিন্তু মেসির ঐ প্রথম গোল ছাড়া বল আর জালে প্রবেশ করেনি।