আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ঋণ প্রদানকারীদের জন্য রোডশো’র আয়োজন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

স্টাফ রিপোর্টার

এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় বিনিয়োগ ও ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে দেশিয় ব্যবসায়ের সম্পর্ক দীর্ঘস্থায়ী করে তুলতে একটি আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ঋণ প্রদানকারী রোডশো’র আয়োজন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ব্যাংকের রিজনাল ফাইন্যান্সিং সল্যুশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন টিমের সহযোগিতায় রোডশো’টি আয়োজন করা হয়।

রোডশো’তে বক্তারা সাম্প্রতিক ব্যবসায়িক উন্নয়ন, উচ্চ-সম্ভাবনাময় খাতের উপর নিজ নিজ দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের গল্পগুলো তুলে ধরেন। বাংলাদেশ যেভাবে সাম্প্রতিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে উচ্চ-মাত্রার স্থিতিস্থাপকতা ও দৃঢ়তা প্রদর্শনের মাধ্যমে স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রেখেছে, বক্তারা স্পষ্টভাবে তা উপস্থাপন করেন। রোববার (১৭ এপ্রিল, ২০২২) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ব্যাংক।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, “জাতি হিসেবে বাংলাদেশ বর্তমানে একটি ইনফ্লেকশন পয়েন্টে। স্থিতিশীল সামষ্টিক-অর্থনৈতিক সূচক এবং মহামারী পরবর্তী সময়ে ঘুড়ে দাঁড়াতে গৃহীত দৃঢ় পদক্ষেপসমূহ আমাদের জাতিকে সেরা দুটি এশিয়ান অর্থনীতির একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা সাম্প্রতিক বাজার-অনিশ্চয়তার মধ্যেও স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করছে।” তিনি আরও বলেন, “ভবিষ্যতেও প্রবৃদ্ধি ও রূপান্তরের অনেক সুযোগ আছে। একটি আন্তর্জাতিক ব্যাংক হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ২০২৬ সালের মধ্যে এলডিসি গ্র্যাজুয়েশন নিশ্চিত এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে স্থানীয় মহল, বৈশ্বিক স্টেকহোল্ডার এবং সরকারের সাথে কাজ করছে।” 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং-এর হেড অফ কর্পোরেট ও ক্লায়েন্ট কভারেজ-এর ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক তিনি বলেন, “দেশে বিভিন্ন খাতে বিনিয়োগ এবং ঋণ প্রদানে লাভজনক সম্ভাবনা রয়েছে, যার প্রতিটিই সাম্প্রতিক বছরগুলোয় অসাধারণ প্রবৃদ্ধি সাধন করেছে। এসব খাতের মধ্যে রয়েছে তৈরি পোশাক; হালকা প্রকৌশল; ফার্মাসিউটিক্যালস ও অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিএস); কৃষি খাত; পাওয়ার ও এনার্জি; এবং আর্থিক খাত।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর (দক্ষিণ এশিয়া) হেড অব লোন সিন্ডিকেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন বীরেন্দ্র ধীর রিস্ক রিওয়ার্ড স্কেলে বাংলাদেশের সাম্যাবস্থা অর্জনের বিষয়টি উল্লেখ করে দেশের বর্তমান বহুমাত্রিক সম্ভাবনার বিষয়ে কথা বলেন।

 স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ফাইন্যান্সিয়াল মার্কেটস মুহিত রহমান বাজার হিসেবে বাংলাদেশকে ব্যাপক সাফল্যের আধার এবং অনন্য নতুন সম্ভাবনায় ভরপুর বলে উল্লেখ করেন। তিনি বলেন, “দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জিডিপি’র বিপরীতে বাংলাদেশের দেনার পরিমাণ তুলনামূলক হারে অনেক কম। যার ফলে দেশের উন্নয়ন কর্মকান্ড চলমান রাখার জন্য প্রয়োজনে বিদেশী ঋণ সহায়তা পাওয়ার সুযোগও অনেক বেশি।

 এই রোডশো ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ডের আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ঋণ প্রদানকারীদের রোডশোর প্রথম ভার্চুয়াল সামিট-এর পুনরাবৃত্তি। অনুষ্ঠানে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সংস্থার প্রতিনিধিত্বকারী ১২১ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। যাদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয়; কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং-এর হেড অফ কর্পোরেট ও ক্লায়েন্ট কভারেজ-এর ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক; ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ফাইন্যান্সিয়াল মার্কেটস মুহিত রহমান; এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব ফাইন্যান্সিং সল্যুশনস মো: মারুফ উর রহমান মজুমদার।

 দীর্ঘ ১১৭ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক, যার রয়েছে বাংলাদেশে দৃঢ় স্থানীয় উপস্থিতি। বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে, ব্যাংকটি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ও বিনিয়োগকে সহজতর করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২০২১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর সিগনেচার প্ল্যাটফর্ম শোকেস বাংলাদেশ-এর অধীনে তিনটি বিনিয়োগ সামিট শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছিলো যেখানে চীন, জাপান এবং মালয়েশিয়া থেকে ১,০০০ এরও বেশি বিনিয়োগকারী যুক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় ২০২১ সালের ৪ নভেম্বর লন্ডনে একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে যুক্তরাজ্য-ভিত্তিক ১০০ জনেরও বেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। এ পর্যন্ত হংকং, যুক্তরাজ্য এবং সিঙ্গাপুরে মোট সাতটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন (স্বশরীরে) অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *