আন্তর্জাতিক বাজারে ৯০ লাখ টন গম বেচবে কাজাখস্তান

চলতি বছর শেষে আন্তর্জাতিক বাজারে ৯০ লাখ টন গম রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। এ লক্ষ্য পূরণে দেশটি চীনের মতো প্রচলিত বাজারে রফতানি বাড়ানোর পাশাপাশি গমের নতুন বাজার খুঁজতে শুরু করেছে। দেশটির কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউক্রেনএগ্রোকনসাল্ট।

গম উৎপাদনকারী দেশগুলোর শীর্ষ তালিকায় কাজাখস্তানের অবস্থান বিশ্বে ১২তম। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর প্রতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পরিমাণ গম রফতানি হয়। কৃষিপণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় দেশটি অষ্টম অবস্থানে রয়েছে। কাজাখস্তানের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর শেষে দেশটি থেকে সব মিলিয়ে ৯০ লাখ টন গম রফতানি করা হবে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে কাজাখস্তান থেকে আন্তর্জাতিক বাজারে ৮৫ লাখ টন গম রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৫৬ শতাংশ কম।

কাজাখস্তান থেকে রফতানি হওয়া গমের অন্যতম প্রধান বাজার চীন। ২০২০ সাল নাগাদ দেশটি থেকে চীনের বাজারে কৃষিপণ্যটির রফতানি বাড়িয়ে ১০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে। এছাড়া দেশটি থেকে কিরগিস্তান, মিসর, নরওয়ে, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইউক্রেন, স্পেন, আফগানিস্তান ও ইরানে গম রফতানি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *