আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে চাঙ্গাভাব
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে চাঙ্গাভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে মূল্যবান ধাতুটির দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হওয়ার জের ধরে মুদ্রাবাজারে ডলারের দরপতনে স্বর্ণের দাম বেড়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। খবর রয়টার্স ও মেটাল বুলেটিন।
যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে সর্বশেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২২৬ ডলার ৪৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। দিনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য ১ হাজার ২৩৩ ডলার ২৬ সেন্ট ছুঁয়েছিল। গত ২৬ জুলাইয়ের পর এটাই মূল্যবান ধাতুটির সর্বোচ্চ স্পটমূল্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এদিন ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ২২৯ ডলার ৪০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি।
বিশ্লেষক হেলেন লু বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথগতি ও দুর্বল ডলার স্বর্ণের বাজারকে চাঙ্গা করছে। এ পরিস্থিতি চলতে থাকলে চলতি বছরের বাকি সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।