আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম
আন্তর্জাতিক বাজারে গতকাল বেড়েছে তামার দাম। ডলারের বিনিময় মূল্য দুর্বল হয়ে পড়ায় ধাতুটির বাজারদরে ঊর্ধ্বমুখী চাপ পড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৬৭৯ ডলার ৫০ সেন্টে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৬৯ হাজার ৩৭০ ইউয়ান (৯ হাজার ৭২৭ ডলার ৯৫ সেন্ট)।
পুঁজিবাজারে বিনিয়োগকারীরা মনে করছেন চলতি বছরের মধ্যে শেষবারের মতো সুদহার বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এমন পরিস্থিতিতে ডলারের বিনিময় হার কমে গেছে।
এদিকে ডলারের বিনিময় হারের পাশাপাশি চীনের অর্থনৈতিক পরিস্থিতিও তামার মূল্যবৃদ্ধিতে সহায়তা করেছে। ধারণা করা হচ্ছে, আবাসন খাতে চলমান বিপর্যয় কাটতে কিছু পদক্ষেপ গ্রহণ করছে চীন। এসব উদ্যোগ দেশটির অর্থনীতিকে গতিশীল করবে। ফলে তামার চাহিদাও বাড়বে।
তথ্য বলছে, এলএমইতে তামা ছাড়া অন্যান্য ধাতুর দামও বেড়েছে। এর মধ্যে অ্যালুমিনিয়ামের দাম ১ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ২৩৫ ডলার ৫০ সেন্ট, নিকেলের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ২১ হাজার ৮৬০ ডলার ও দস্তার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ৫১৯ ডলারে উন্নীত হয়েছে।