আন্তর্জাতিক বাজারে প্লাটিনামের দাম কমেছে

ধাতুর বাজারে মূল্যবান পণ্যগুলোর মধ্যে অন্যতম প্লাটিনাম। তবে কয়েক বছর ধরে ধাতুটি আকর্ষণ হারাতে শুরু করেছে। বিশ্বব্যাপী চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় এ সমস্যা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর জের ধরে আন্তর্জাতিক বাজারে ধাতুটির দামও কমতে শুরু করেছে। চলতি বছর আন্তর্জাতিক বাজারে প্লাটিনামের সরবরাহ উদ্বৃত্ত আগের তুলনায় বেড়ে পাঁচ লাখ আউন্স ছাড়িয়ে যেতে পারে। ওয়ার্ল্ড প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিলের (ডব্লিউপিআইসি) প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর মেটাল বুলেটিন।

ডব্লিউপিআইসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল শেষে আন্তর্জাতিক বাজারে প্লাটিনামের চাহিদা-সরবরাহে উদ্বৃত্তের পরিমাণ ছিল ২ লাখ ৯৫ হাজার আউন্স। চলতি বছর শেষে এর পরিমাণ বেড়ে ৫ লাখ ৫ হাজার আউন্সে পৌঁছে যেতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

সেই হিসাবে এক বছরের ব্যবধানে মূল্যবান ধাতুটির সরবরাহ উদ্বৃত্ত বাড়তে পারে ২ লাখ ১০ হাজার আউন্স। মূলত জুয়েলারি খাতে মূল্যবান ধাতুটির চাহিদা কম থাকায় সরবরাহ উদ্বৃত্ত বাড়তে পারে। আর আগামী বছর শেষে প্লাটিনামের চাহিদা-সরবরাহে উদ্বৃত্তের পরিমাণ কমে দাঁড়াতে পারে ৪ লাখ ৫৫ হাজার আউন্সে।

প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের প্রধান ট্রেভর রেয়মন্ড বলেন, সরবরাহ উদ্বৃত্ত বজায় থাকায় আন্তর্জাতিক বাজারে প্লাটিনামের দাম কম রয়েছে। চলতি বছরের আগস্টে মূল্যবান ধাতুটির দাম ১০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। বর্তমানে প্লাটিনামের দাম আউন্সপ্রতি ৮০০ ডলারের নিচে রয়েছে। বছর শেষে প্লাটিনামের গড় দাম আগের বছরের তুলনায় ৯ শতাংশ কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *