আন্তর্জাতিক বাজারে তামার দাম নিম্নমুখী
আন্তর্জাতিক বাজারে তামার দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সর্বশেষ কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম আগের দিনের তুলনায় ১ শতাংশ কমেছে।
এলএমইতে মজুদ আগের তুলনায় বেড়ে যাওয়া ও চলমান বাণিজ্যযুদ্ধের কারণে শীর্ষ ভোক্তা দেশ চীনে তামাসহ অন্যান্য ব্যবহারিক ধাতুর চাহিদা প্রত্যাশার তুলনায় কমতে পারে— এমন সম্ভাবনার খবরে এদিন তামার বাজারে মন্দাভাব দেখা দেয়। খবর মেটাল বুলেটিন।
এলএমইর প্রাইস ইনডেক্স অনুযায়ী, এদিন ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৫ হাজার ৯৭৩ ডলারে, যা আগের দিনের তুলনায় ১ শতাংশ কম। সর্বশেষ সপ্তাহে এলএমইতে তামার মজুদ আগের সপ্তাহের তুলনায় ২ হাজার ৮৭৫ টন বেড়ে ১ লাখ ৪৫ হাজার ৪০০ টনে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়েছে ব্যবহারিক ধাতুটির দামে।
লন্ডনভিত্তিক ব্রোকারেজ হাউজ ম্যারেক্স স্পেকট্রনের নোটে বলা হয়েছে, মজুদ বেড়ে যাওয়া ও চীনে চাহিদা কমার সম্ভাবনা তামার দরপতনের বড় কারণ। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের জেরে আগামী দিনগুলোয় চীনে তামার চাহিদা প্রত্যাশার তুলনায় কয়েক গুণ কমতে পারে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য দপ্তর।
গত কয়েক মাসের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে তামার দাম টনপ্রতি সর্বনিম্ন ৫ হাজার ৯৪০ ডলারে নেমেছিল। আগামী দিনগুলোয় ব্যবহারিক ধাতুটির দাম বর্তমানের তুলনায় বাড়লেও টনপ্রতি ৫ হাজার ৯৮০ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম।