আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে চাঙ্গাভাব
টানা দুই সপ্তাহের মন্দাভাবের পর আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের সাপ্তাহিক দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে গম, ভুট্টা ও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বাণিজ্য আলোচনা খাতসংশ্লিষ্টদের মনে আশার আলো জাগিয়েছে। দুই দেশের বাণিজ্য বিরোধ কমে এসে কৃষিপণ্যের রফতানি বাড়তে পারে বলে মনে করছেন তারা। মূলত এ কারণেই সিবিওটিতে গম, ভুট্টা ও সয়াবিনের সাপ্তাহিক গড় দাম চাঙ্গা হয়ে উঠেছে। খবর এগ্রিমানি ও সিনহুয়া।
সিবিওটি প্রাইস ইনডেক্স অনুযায়ী, ৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। এ সময় ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দাম দাঁড়িয়েছে ৫ ডলার ৮০ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ৫ সেন্ট বেশি।
গমের পাশাপাশি এ সময় ভুট্টার গড় দামেও চাঙ্গাভাব বজায় ছিল। সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে কৃষিপণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় বুশেলে ৩ দশমিক ৫ সেন্ট বেড়েছে। এ সময় ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৭১ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় দশমিক ৯৫ শতাংশ বেশি।
এদিকে একই সময়ে সিবিওটিতে সয়াবিনের সাপ্তাহিক গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময় ২০১৯ সালের জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ৮ ডলার ৮৭ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় ৩০ সেন্ট বেশি।
যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান অঞ্চলগুলোয় বিদ্যমান খরা পরিস্থিতি ধীরে ধীরে কাটতে শুরু করেছে। বৃষ্টি হওয়ায় এসব অঞ্চলে শস্য উৎপাদন আগের তুলনায় বাড়ছে। একই সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোয় যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রফতানি কয়েক গুণ কমেছে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। মূলত এসব কারণেই টানা দুই সপ্তাহ সিবিওটিতে গম, ভুট্টা ও সয়াবিনের গড় দাম কমতির দিকে ছিল।
তবে সর্বশেষ সপ্তাহে এ পরিস্থিতি কেটেছে। চীন-যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য আলোচনার জের ধরে বিরোধ দূর হয়ে রফতানি গতিশীল হওয়ার আশা থেকে কৃষিপণ্যের সাপ্তাহিক বাজার চাঙ্গা হয়ে উঠেছে।