আন্তর্জাতিক পর্যটন চালু করবে ভিয়েতনাম

স্টাফ রিপোর্টার

চলতি বছরের এপ্রিলের মধ্যে আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থা আবারো চালু করবে ভিয়েতনাম। এমন তথ্য জানিয়েছেন দেশটির পর্যটনবিষয়ক এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা।

ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটনমন্ত্রী গুয়েন ভ্যান হাং এক সম্মেলনে জানান, এরই মধ্যে দেশীয় পর্যটন পুরোদমে চালু করার মাধ্যমে পর্যটন খাত পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে দেশটির পর্যটন শিল্প পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে জানান তিনি।

গত দুই মাসে ভিয়েতনামে বিদেশী পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০। টিকাগ্রহণে বিশ্বের ষষ্ঠ শীর্ষ দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে ভিয়েতনাম। বিশেষজ্ঞরা বলছেন, এর কারণেই বিদেশীদের জন্য পছন্দের পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে ভিয়েতনাম।

এ বিষয়ে ভিয়েতনাম পর্যটন প্রশাসনের নির্বাহী পরিচালক ফ্যাম থুই বলেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে দেশের আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থা আবার চালু হওয়া দরকার। এদিকে ভিয়েতনামের পর্যটন উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান ট্রান ট্রং কিয়েন এবং বেসরকারি খাতের গবেষণা ও উন্নয়ন বোর্ডের প্রধান ট্রুয়ং জিয়া বিন বিদেশী পর্যটকদের অভ্যর্থনা জানানোর বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *