আট মাসের সর্বোচ্চে স্বর্ণের দর
আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম বেড়ে আট মাসের সর্বোচ্চে উন্নীত হয়েছে। ডলারের দরপতন ও ফেডারেল রিজার্ভের সুদ হার বৃদ্ধি শিথিলের প্রভাবে মূল্যবান ধাতুটির বাজারে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের বাজারদর আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৭৩ ডলার ৭২ সেন্টে। গত বছরের মে মাসের পর এটিই সর্বোচ্চ দাম। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ১ হাজার ৮৭৭ ডলারে।
বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টোনোভো বলেন, ডলারের দরপতন স্বর্ণের মূল্যবৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে। বিনিয়োগকারীরা এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ডে তাদের অবস্থান ধীরে ধীরে বাড়াচ্ছেন, যা স্বর্ণের জন্য ইতিবাচক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রৌপ্যের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২৩ ডলার ৯৪ সেন্টে লেনদেন হচ্ছে। প্লাটিনামের দাম বেড়েছে দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১ হাজার ৯৮ ডলারে। এছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৮২৭ ডলার ৩৮ সেন্টে উন্নীত হয়েছে।