আট বছরের সর্বোচ্চে মূল্যস্ফীতি টোকিওর

স্টাফ রিপোর্টার

টোকিওর কোর মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আগস্টে জাপানের রাজধানীতে ভোক্তা মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ হার গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হারে পতনের কারণে টোকিওতে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে গিয়েছে। খবর কিয়োদো নিউজ।

বাজারে অস্থিরতার মধ্যে থাকা খাদ্য ও জ্বালানি বাদ দিয়ে কোর মূল্যস্ফীতি হিসাব করা হয়। এ নিয়ে টানা তৃতীয় মাসে টোকিওর মূল্যস্ফীতি ব্যাংক অব জাপানের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, চলতি বছরের শেষ দিকে কোর ভোক্তা মূল্যসূচকের বৃদ্ধি ৩ শতাংশ ছাড়িয়ে যাবে। সর্বশেষ ২০১৪ সালের অক্টোবরে টোকিওর মূল্যস্ফীতি ২ দশমিক ৬ শতাংশ বেড়েছিল।

অভ্যন্তরীণ ও যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ব্যয় কর বাড়ার প্রভাব বাদ দিলে টোকিওর মূল্যস্ফীতি ১৯৯২ সালের জুনের পর সবচেয়ে বেশি। এ নিয়ে টানা ১২তম মাসে কোর মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রবণতা সত্ত্বেও অতি নিম্ন সুদহারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা কম। কারণ নীতিনির্ধারকরা বিশ্বাস করেন যে, সাম্প্রতিক পণ্য মূল্যস্ফীতি অস্থায়ী হবে এবং মুদ্রানীতি শিথিল রাখা প্রয়োজন।

যদিও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় মার্কিন ফেডারেল রিজার্ভ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক আগ্রাসীভাবে মুদ্রানীতি কঠোর করে চলেছে। ব্যাংক অব জাপানের বোর্ড সদস্য তোয়োকি নাকামুরা বলেন, বিশ্বজুড়ে সুদহার বৃদ্ধির প্রতিযোগিতায় এখনই আমরা যোগ দিতে চাই না। আমরা আর্থিক নীতি সহজীকরণের মাধ্যমে মজুরি বৃদ্ধিকে উৎসাহিত করছি।

আইটেম অনুসারে, জ্বালানি দাম এক বছর আগের তুলনায় ২৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। পচনশীল দ্রব্য ব্যতীত খাদ্যের দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। বর্তমানে জাপানি প্রতিষ্ঠানগুলো উচ্চ ব্যয় মোকাবেলার পরিকল্পনা করায় আগামী মাসে পণ্য ও সেবার দাম আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশজুড়ে কোর মূল্যস্ফীতি জুলাইয়ে ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ হার গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। তবে নানা সীমাবদ্ধতার কারণে মূল্যস্ফীতির গতি দেশটির অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে।

সরকার পাইকারি বিক্রেতাদের ভর্তুকি এবং মিলারদের কাছে বিক্রি করা আমদানীকৃত গমের দাম বৃদ্ধি সীমিত করে খুচরা পর্যায়ে দাম কমানোর চেষ্টা করছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিম্ন আয়ের পরিবারগুলোর কষ্ট কমাতে আগামী মাসের শুরুর দিকে একটি নতুন প্রণোদনা প্যাকেজ তৈরির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *