আগামী মাসেই বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে —বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘বাজার ব্যবস্থাপনা পরিবর্তন করতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে বাজার ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন আসবে, যা আগামী মাস থেকে দৃশ্যমান হবে।’ গতকাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বছরের প্রথম ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সব মন্ত্রণালয় এক জায়গায় বসে বাজার ব্যবস্থাপনার চেষ্টা করছি। আগামী মাসেই এর পরিবর্তন দৃশ্যমান হবে। ধীরে ধীরে আমরা সবকিছুর দাম নির্ধারণ করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে টিসিবির মাধ্যমে প্রতি মাসে এক কোটি পরিবারকে একবার পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়া হচ্ছে। রমজান মাসে সেটা দুইবার দেয়ার কথা রয়েছে।’
তিনি বলেন, ‘১ মার্চ থেকে প্রথমবারের মতো চালের বস্তায় লেবেল লাগানো থাকবে। কোন জাতের ধান বা দাম সবকিছু বিস্তারিত থাকবে। খাদ্য মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।’
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৯-২০২৩ সাল পর্যন্ত দেশে দৃশ্যমান অনেক উন্নয়ন সাধিত হয়েছে। জাতীয় প্রবৃদ্ধির হার বর্তমানে ৬ দশমিক ৩ শতাংশে এবং মাথাপিছু আয় ২ হাজার ৭৬৫ ডলারে উন্নীত হয়েছে।’
বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ২০০৭-০৮ অর্থবছরে তৈরি পোশাক রফতানি আয় ছিল ১০ দশমিক ৭০ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরে সেই রফতানি আয় ৪৬ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রচলিত পণ্যের পাশাপাশি অপ্রচলিত পণ্য রফতানি বৃদ্ধির জন্যও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।