আগামী বছর পিক্সেল ফোনের বিক্রি বাড়বে
স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান সুসংহত করতে গুগল প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে। নিজস্ব প্রযুক্তিতে পিক্সেল সিরিজ দিয়ে যে যাত্রা করে তারা। বেশ ভালোই সাড়া মিলেছে গ্রাহকদের কাছ থেকেও। এরই মধ্যে গুগলের পিক্সেল সিরিজের লেটেস্ট মডেলের স্মার্টফোন পিক্সেল ৭ বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, গুগল তাদের সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছে সদ্য উন্মোচিত পিক্সেল ৭ ফোনটি ৮০ লাখ ও পুরনো সিরিজের ৪০ লাখ ফোন তৈরি করতে।
গুগল আগামী বছর তাদের স্মার্টফোন বিক্রি দ্বিগুণ করতে চায়। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সেভেন সিরিজের দুটি মডেল পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো উন্মুক্ত করেছে তারা। বাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিসের মতে, ২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকে ২০২২ সালের প্রথমার্ধে ৬২ লাখ পিক্সেল ফোন বিক্রি হয়েছে।