আকরিক লোহার রেকর্ড মূল্যবৃদ্ধি চীনে
চীনের বাজারে আকরিক লোহার দাম বাড়তে শুরু করেছে। এ ধারাবাহিকতায় গতকাল দিনের শুরুতে চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে ব্যবহারিক ধাতুটির দাম রেকর্ড পরিমাণ বেড়েছে।
মূলত ব্রাজিলীয় খনিজ কোম্পানি ভালির খনিতে বাঁধ ধসের ঘটনায় দেশটি থেকে আকরিক লোহার সরবরাহ কমে আসার আশঙ্কা চীনের বাজারে ব্যবহারিক ধাতুটির মূল্য বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করছে। খবর সিনহুয়া ও রয়টার্স।
জানুয়ারির শেষ সপ্তাহে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের করোগো দো ফেইয়াও কনি কমপ্লেক্সে বাঁধ ধসের ঘটনা ঘটে। এতে প্লাবিত হয় খনিসহ আশপাশের এলাকা। নিহত হন অর্ধশতাধিক।
এ ঘটনায় বড় ধরনের ধাক্কা খেয়েছে বিশ্বের বৃহত্তম আকরিক খনিজ কোম্পানি ভালি। কোম্পানিটিকে ৯ কোটি ২৫ লাখ ডলার জরিমানা করেছে ব্রাজিলের কেন্দ্রীয় ও রাজ্য সরকার। ভালির ৩০০ কোটি ডলারের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
সব মিলিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছে কোম্পানিটি। এর জের ধরে ভালির খনিগুলো থেকে আকরিক লোহার উত্তোলন ৯ শতাংশ কমে গেছে। ব্যবহারিক ধাতুটির উত্তোলন আরো কমার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা। ফলে আকরিক লোহার চাহিদা ও সরবরাহের ঘাটতির আশঙ্কায় দাম বেড়েছে।
ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে গতকাল দিনের শুরুতে আগামী মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি টন আকরিক লোহার দাম ওঠে ৬৫২ ইউয়ান (চীনা মুদ্রা) বা ৯৬ ডলার ২৬ সেন্টে। দেশটির ইতিহাসে লেনদেনের শুরুতে আকরিক লোহার এটাই সর্বোচ্চ দামের রেকর্ড।
সাংহাইভিত্তিক ব্যবসায়ীরা জানান, আকরিক লোহার চাহিদার তুলনায় বাজারে ব্যবহারিক ধাতুটির সরবরাহ আগে থেকেই কম রয়েছে। ব্রাজিলের দুর্ঘটনা নতুন করে ব্যবহারিক ধাতুটির সরবরাহ কমে আসার আশঙ্কা তৈরি করেছে। এর প্রভাব পড়েছে বাজারে। আকরিক লোহার দাম বাড়তে শুরু করেছে।