আকরিক লোহার দাম বেড়েছে
কভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও সোমবার আকরিক লোহার দাম বেড়েছে। ফাস্টমার্কেটস মেটাল বুলেটিনের দেয়া তথ্যমতে, উত্তর চীনে আমদানি করা ৬২ শতাংশ ফি-ফাইন আকরিক লোহার বাজার আদর্শ টনপ্রতি ১০৩ ডলার ২৭ সেন্টে লেনদেন করা হয়েছে। শুক্রবার পণ্যটির বাজার আদর্শ অনুসারে এটি ৬ দশমিক ৮ শতাংশ বেশি। সাংহাই স্টেইনলেস স্টিলের ভবিষ্যৎ বাজারমূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। এ সময়ে পণ্যটির দাম দাঁড়ায় প্রতি টন ১৭ হাজার ১৭০ ইউয়ান। খবর মাইনিং ডটকম।
এক বিবৃতিতে জিএফ ফিউচার হংকং জানায়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের ফলে ইস্পাতের দাম অনেকটা কমে গেছে। তবে শিল্পধাতুটির প্রকৃত চাহিদা ও সরবরাহের ক্ষেত্রে ভাইরাসের প্রভাব খুব সীমিত হতে পারে বলে মনে করছে জিএফ ফিউচার।
সিআইটিআইসি ফিউচার চীনের বিশ্লেষকরা বলেন, মহামারীর এ আশঙ্কাজনক সময়ে কমোডিটি মূল্য খুব বেশি প্রভাবিত হবে না। চীনের প্রপার্টি নীতিসহায়তার ফলে এটি খুব সহজেই অতিক্রম করা যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রন সংক্রমণের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেতে আরো কয়েক সপ্তাহ লাগবে। তবে দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা বলছেন, এখন পর্যন্ত ওমিক্রন সংক্রমণের লক্ষণগুলো খুব হালকা মনে হচ্ছে।