আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শুক্রবার

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শুক্রবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

এদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *