আউন্সপ্রতি ১৯০০ ডলার স্পর্শ করেছে স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক বাজারে বেশ কয়েকদিন নিম্নমুখী থাকার পর বেড়েছে স্বর্ণের দাম। গতকাল ধাতুটির বাজারদর আউন্সপ্রতি ১ হাজার ৯০০ ডলার স্পর্শ করে। মূলত ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ায় স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। খবর রয়টার্স।

চলতি সপ্তাহের শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংকারদের একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এ বৈঠক থেকে আগামীতে সুদহার বৃদ্ধিসংক্রান্ত ধারণা পাওয়া যাবে। বিনিয়োগকারীরা এ বৈঠকের দিকে নজর রাখছেন। কারণ সুদের হার আবারো বাড়লে স্বর্ণের দাম কমে যেতে পারে।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৮ ডলার ৭৯ সেন্টে। কার্যদিবসের শুরুতে দাম ১ হাজার ৯০২ ডলার ৯ সেন্ট স্পর্শ করেছিল। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯২৭ ডলার ৭০ সেন্টে।

গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে কয়েক দফা কমেছিল স্বর্ণের দাম। তবে সোমবার মূল্যবান ধাতুটির বাজারদর দশমিক ৩ শতাংশ বেড়ে যায়। এ নিয়ে দাম দ্বিতীয় দিনের মতো বেড়েছে।

এসিওয়াই সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ ক্লিফোর্ড ব্যানেট বলেন, ‘‌স্বর্ণের দাম কতটা কমে, তা দেখার অপেক্ষায় ছিলেন সম্ভাব্য ক্রেতারা। দামে অনিশ্চয়তা ও নিম্নমুখী প্রবণতার কারণে তারা বাজারে ফিরতে দ্বিধায় ছিলেন। তবে দাম বাড়তে শুরু করায় আবারো বাজারে ফিরতে উৎসাহী হবেন তারা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *