আইসিএমএবির ৫০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ৫০তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার (২৪ ডিসেম্বর, ২০২১) অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা থেকে ইনস্টিটিউটের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর ২০২১ খ্রিস্টাব্দে পরলোকগত সম্মানিত সদস্যর আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ধারাবাহিকভাবে গত বছর ইনস্টিটিউটের কার্যক্রমসমূহের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোঃ আবু বকর সিদ্দিক এফসিএমএ এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার মূল কার্যক্রম শুরু হয়।
ইনস্টিটিউটের পরীক্ষা কার্যক্রমের ওপর বক্তব্য উপস্থাপন করেন ভাইস প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশিদ এফসিএমএ। শিক্ষা কার্যক্রমের বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুল ইসলাম এফসিএমএ। ইনস্টিটিউটের বার্ষিক প্রতিবেদন ২০২০-২০২১ এর বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন সেক্রেটারি কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন এফসিএমএ। ইনস্টিটিউটের বার্ষিক আর্থিক বিবরণী ২০২০-২০২১ এর বিষয়ে বক্তব্য প্রদান করেন ট্রেজারার একেএম কামরুজ্জামান এফসিএমএ। এর পর বার্ষিক প্রতিবেদনের বিষয়ে সম্মানিত সদস্যগণ নিজেদের মতামত ও বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্টগণ, কাউন্সিল মেম্বার, ফেলো ও এসোসিয়েট সদস্যগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।