আইসিইতে বেড়েছে রোবাস্তা কফির দাম
ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) সর্বশেষ কার্যদিবসে পরিশোধিত-অপরিশোধিত চিনির দাম আগের তুলনায় কমেছে। তবে কফির বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন অ্যারাবিকার দাম কমলেও বেড়েছে রোবাস্তা কফির।
সর্বশেষ কার্যদিবসে আইসিইতে পরিশোধিত চিনির দাম আগের দিনের তুলনায় টনে ১ ডলার ৮০ সেন্ট কমেছে। দিন শেষে আগামী বছরের মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন পরিশোধিত চিনির দাম দাঁড়িয়েছে ৩৪১ ডলার ৫৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কম।
অন্যদিকে অপরিশোধিত চিনির দাম আগের দিনের তুলনায় দশমিক ৯৫ শতাংশ কমেছে। দিন শেষে আইসিইতে আগামী বছরের মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড অপরিশোধিত চিনির দাম দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৪ সেন্টে।
চলতি বছরের মাঝামাঝি সময়ে আইসিইতে চিনির দামে ধারাবাহিক মন্দাভাব বজায় ছিল। গত সেপ্টেম্বর-অক্টোবরে পণ্যটির বাজার পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছিল। তবে নভেম্বর নাগাদ ফের চিনির দাম পড়ে যায়। চলতি বছরের বাকি সময়ে চিনির দামে এ মন্দাভাব বজায় থাকতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
এদিকে সর্বশেষ কার্যদিবসে আইসিইতে অ্যারাবিকা কফির দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কমেছে। দিন শেষে আগামী বছরের মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড অ্যারাবিকা কফির দাম দাঁড়িয়েছে ১ ডলার ৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৬৫ সেন্ট কম।
২০১৮-১৯ মৌসুমে বিশ্বব্যাপী ১৭ কোটি ৩৫ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি উৎপাদনের পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। এর সিংহভাগই অ্যারাবিকা কফি। এ কারণে পানীয় পণ্যটির দাম কমতে শুরু করেছে। তবে সর্বশেষ কার্যদিবসে রোবাস্তা কফির দাম আগের দিনের তুলনায় টনে ৬ ডলার বেড়েছে। দিন শেষে আগামী বছরের মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন রোবাস্তা কফির দাম দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৬ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি।