আইসল্যান্ডকে ৪ গোলে বিধ্বস্ত করল ফ্রান্স
জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এবার আইসল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এছাড়া মন্টেনেগ্রোকে ৫-১ গোলে বিধ্বস্ত করে এ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বের পথে অনেকটা এগিয়ে গেছে ইংল্যান্ড। তবে সার্বিয়ার সঙ্গে ড্র করে আবার পয়েন্ট হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।
স্তাদে দো ফ্রান্সে ম্যাচের শুরু থেকেই আইসল্যান্ডকে চেপে ধরে ফরাসিরা। ফল আসে মাত্র ১২ মিনিটে। কিলিয়ান এমবাপের পাস থেকে গোল করেন স্যামুয়েল উমতিতি। প্রথমার্ধে ম্যাচের ব্যবধান ছিল ১-০। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অলিভার জিরু।
এর মিনিট দশেক পর স্কোর শিটে নাম তোলে আইসল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন এমবাপে। আর ম্যাচের একদম শেষ ভাগে গ্রিজম্যানের গোলে বড় জয় নিশ্চিত হয় ফ্রান্সের।