আইভরি কোস্টে তুলা উৎপাদন অর্ধেকে নামার শঙ্কা

স্টাফ রিপোর্টার

২০২২-২৩ মৌসুমে আভরি কোস্টের তুলা উৎপাদন কমে অর্ধেকে নামতে পারে। পরজীবী ও কীটপতঙ্গের আক্রমণে পণ্যটির উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ২০২২-২৩ মৌসুমে তুলা উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ২ লাখ ৬৯ হাজার টনে, যা আগের মৌসুমের তুলনায় ৫০ শতাংশ কম। তুলা আবাদি জমিতে ঘাসফড়িংয়ের আকৃতির এক ধরনের পরজীবীর প্রাদুর্ভাব ঘটেছে। ফলে শুধু আইভরি কোস্ট নয়, বরং উত্তর আফ্রিকাজুড়ে উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষি মন্ত্র্রণালয় আরো জানায়, তুলাচাষীরা যাতে ক্ষতি পুষিয়ে উঠতে পারেন, সেজন্য সরকার ৫ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ডলারের সমপরিমাণ বরাদ্দ দেবে।

২০০২ সালে গৃহযুদ্ধ শুরুর আগে আইভরি কোস্ট ছিল তুলা উৎপাদনে আফ্রিকার নেতৃস্থানীয়। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ে দেশটির তুলা উৎপাদন খাতেও। তবে সম্প্রতি দেশটি এ পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *