আইফোন ১৪ প্লাস উৎপাদন কমাচ্ছে অ্যাপল
দুর্বল চাহিদার কারণে আইফোন ১৪ প্লাসের উৎপাদন কমাচ্ছে অ্যাপল ইনকরপোরেশন। এটির উৎপাদন কমালেও অধিক ব্যয়বহুল আইফোন ১৪ প্রো’র উৎপাদন আবারো বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। চাহিদা বৃদ্ধি পাওয়ায় এটির উৎপাদন বাড়ানো হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স প্রতাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আইফোন ১৪ প্রো’র উৎপাদন বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী শুরুতে এটি ৫০ শতাংশ উত্পাদনের লক্ষ্য ছিল। সে হিসেবে উৎপাদন ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে আইফোন ১৪ প্রো’র উৎপাদন বৃদ্ধি পেয়ে ৬৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলেও জানায় ট্রেন্ডফোর্স।
অবশ্য এ বিষয়ে রয়টার্সের অনুরোধ সত্ত্বেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সুদের হার আগামী ২০২৩ সালের প্রথম প্রান্তিকে আইফোনের চাহিদা কমিয়ে দিতে পারে। এ কারণে ভোক্তাদের ব্যয় সংকুচিত হওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে আইফোনের উৎপাদন বছরওয়ারি ১৪ শতাংশ কমে ৫ কোটি ২০ লাখ ইউনিটে নেমে আসতে পারে।