এয়ারবাসের বিরুদ্ধে মামলার করবে কাতার এয়ারওয়েজ
যুক্তরাজ্যের উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু করেছে কাতার এয়ারওয়েজ। মূলত এ৩৫০ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজের ত্রুটিসংক্রান্ত সমস্যা সমাধানের জন্যই এ মামলা করতে যাচ্ছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। এর মাধ্যমে এভিয়েশন খাতের দুটি বড় পক্ষ আকাশপথে যাত্রীদের নিরাপত্তার ইস্যুতে মুখোমুখি হলো। খবর রয়টার্স।
বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটির জন্য টানা কয়েকমাস ধরে নানা ধরনের বিধিনিষেধের মুখোমুখি হতে হচ্ছে এয়ারবাস ও কাতার এয়ারওয়েজকে। এর মধ্যে রয়েছে সাব লেয়ার লাইটিং সুরক্ষাজনিত ত্রুটি, উড়োজাহাজের বাইরের আবরণের রঙ-সংক্রান্ত সমস্যা ইত্যাদি। এসবের কারণে বিভিন্ন অভ্যন্তরীণ পথে চলাচল করা ২১টি এ৩৫০ মডেলের উড়োজাহাজ গ্রাউন্ডিং করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
তবে এয়ারবাস বলছে, বাইরের আবরণে কিছু সমস্যা দেখা দিলেও কার্বন কম্পোজিট এ যাত্রীবাহী জেটগুলো উড্ডয়নের জন্য ও যাত্রী পরিবহনের জন্য নিরাপদ। এ বিষয়ে কাতার এয়ারওয়েজের বক্তব্য হলো, এসব উড়োজাহাজ নিরাপদ কিনা তা বলার সময় এখনো আসেনি।
দুপক্ষের এ বিরোধের বিষয়টি মূলত আলোচনায় আসে গত সপ্তাহে। সেসময় এয়ারবাসের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অভিযোগ করেন, নিরাপত্তা সমস্যাটিকে ভুলভাবে উপস্থাপন করছে কাতার এয়ারওয়েজ। পাশাপাশি সংস্থাটি আইনিভাবে সমস্যা সমাধানের হুমকিও দিয়েছে।
জবাবে কাতার এয়ারওয়েজ জানায়, এ অভিযোগ নিয়ে লন্ডন হাইকোর্টের দ্বারস্থ হবে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আলোচনার মাধ্যমে সমাধানের সব চেষ্টা করা হয়েছে। কিন্তু সেসব চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন এ৩৫০ মডেলের উড়োজাহাজগুলোর সমস্যা নিয়ে তারা আদালতে যাবে। আইন অনুযায়ীই এয়ারবাসের সঙ্গে সমস্যার সমাধান করা হবে।