অ্যাশেজে ব্যবধান কমাল ইংল্যান্ড
অস্ট্রেলিয়াকে লিডস টেস্টে হারাতে আজ রোববার চতুর্থ দিন ১০ উইকেট হাতে নিয়ে ২২৪ রানের প্রয়োজন ছিল ইংল্যান্ডের। অনেক নাটকীয়তা শেষে লক্ষ্যে পৌঁছে বেন স্টোকসের দল। মিচেল স্টার্কের গোলার মুখে ৭ উইকেট হারালেও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে স্বাগতিকরা (২৫৪/৭)। এই জয়ে চলতি অ্যাশেজে ব্যবধান কমিয়ে ১-২ করল ইংলিশরা
২৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৭ রান তুলে নিয়ে তৃতীয় মাঠ ছাড়ে ইংল্যান্ড। বেন ডাকেট ১৮ ও জ্যাক ক্রলে ৯ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামেন। সকাল থেকেই উইকেটে আগুণ ঝরাতে থাকেন স্টার্ক। আজ তার গতির আগুণে পুড়ে সাজঘরে ফেরেন ডাকেট, মঈন আলী, হ্যারি ব্রুক ও স্টোকস। বিপর্যয়ের মধ্যে ব্রুকের ইনিংসটা ব্যবধান গড়ে দেয়। ৯৩ বলে ৯ বাউন্ডারিতে ৭৫ রান করেন তিনি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। এরপর ক্রিস ওকস (৩২*) ও মার্ক উড (১৬*) অজিদের হতাশ করে ইংল্যান্ডকে জয় এন দেন। এই দুজন অষ্টম উইকেটে মাত্র ১৪ বলে ২৪ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন। দুই ইনিংস মিলিয়ে ১০০ রানের খরচায় ১০ উইকেট শিকার করে ম্যাচসেরা মার্ক উড।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৬৩ ও দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে অলআউট হয়। ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২২৭ রানে।
এর আগে চলতি অ্যাশেজের প্রথম দুই টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। এবার জিতল ইংলিশরা। ১৯ জুলাই ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট ও ২৭ জুলাই ওভালে পঞ্চম টেস্ট শুরু হবে।
১৯৭৮-৭৯ মৌসুমের পর এই প্রথম অ্যাশেজে টানা দুই হারের পর তৃতীয় ম্যাচ জিতল ইংল্যান্ড। যদিও সেবার ৫-১ ব্যবধানে হেরেছিল তারা।