অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন কমেছে

স্টাফ রিপোর্টার

চলতি বছরের নভেম্বরে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন কমেছে। উৎপাদন হ্রাসে প্রধান ভূমিকা পালন করেছে চীন। বিদ্যুৎ ঘাটতি রোধ, কয়লার ঊর্ধ্বমুখী দাম ও কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য বাস্তবায়নে ধাতুটির উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপ করেছে দেশটির সরকার। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন ৫৪ লাখ ৯৭ হাজার টনে নেমেছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে দশমিক ২২ শতাংশ। এদিকে চলতি বছরের অক্টোবরে বিশ্বব্যাপী ৫৬ লাখ ৮৯ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয় বলে জানায় ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট। সে হিসাবেও উৎপাদন কমেছে।

বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক চীন। নভেম্বরে দেশটির অ্যালুমিনিয়াম উৎপাদন কমেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ ইউনানের একটি বিগলন কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া বিগলন কেন্দ্রগুলোয় জ্বালানি ব্যবহার সীমিত করার কারণেও উৎপাদন কমছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, নভেম্বরে দেশটি ৩১ লাখ টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করে। অক্টোবরের তুলনায় উৎপাদন কমেছে ১ দশমিক ৮ শতাংশ।

রয়টার্সের হিসাব অনুযায়ী, নভেম্বরে চীনের দৈনিক অ্যালুমিনিয়াম উৎপাদন দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩০০ টনে। অক্টোবরে দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ১ হাজার টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *