অ্যালুমিনিয়াম উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে চীন
আগস্টে চীনে মাসভিত্তিক অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে জলবিদ্যুৎ উৎপাদন ঘুরে দাঁড়ানোয় সেখানকার বিগলন প্রতিষ্ঠানগুলো পাল্লা দিয়ে অ্যালুমিনিয়াম উৎপাদন বাড়িয়েছে। এ কারণেই মোট উৎপাদনে এমন উল্লম্ফন দেখা দেয়। দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানায়।
চীন বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক। আগস্টে দেশটি ৩৬ লাখ টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করে। আগের মাসের তুলনায় উৎপাদন ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আগস্টে দৈনিক গড় উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ১৬ হাজার ১২৯ টন।
বাজার পরামর্শক প্রতিষ্ঠান মাইস্টিল জানায়, আগস্টে বার্ষিক উৎপাদন সক্ষমতা ছিল ৩ লাখ ৯০ হাজার টন। মাসভিত্তিক উৎপাদন সক্ষমতা ছিল ৩২ হাজার ৫০০ টন।
ইউনান চীনের চতুর্থ শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রদেশ। খরার কারণে জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গত বছরের সেপ্টেম্বরে সেখানকার স্থানীয় সরকার কারখানাগুলোকে উৎপাদন কমানোর নির্দেশ দেয়। ফলে জাতীয় উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। তবে সম্প্রতি বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতির উন্নতি হওয়ায় অ্যালুমিনিয়াম উৎপাদনেও গতি ফিরেছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইউনানের কারখানাগুলোয় উৎপাদন কার্যক্রম লক্ষণীয় মাত্রায় বেড়েছে। তবে কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জনে সাংডং প্রদেশের কারখানাগুলো উৎপাদন কমিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রপার্টি মার্কেটকে পুনরুজ্জীবিত করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে চীন সরকার। ফলে ধাতব পণ্যের বাজারদর ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। এতে কারখানাগুলোর মুনাফা মার্জিন বেড়েছে। এ বিষয়ও উৎপাদন বাড়াতে সহায়তা করেছে।
চলতি বছরের প্রথম আট মাসে চীন ২ কোটি ৭২ লাখ ৩০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। চলতি মাসেও আগস্টের সমপরিমাণ উৎপাদন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।