অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন ১.৮ শতাংশ বেড়েছে

স্টাফ রিপোর্টার

চলতি বছরের প্রথমার্ধে প্রাইমারি অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪২ লাখ ১২ হাজার টনে। এ প্রবৃদ্ধিতে চীনের ঊর্ধ্বমুখী উৎপাদন রসদ জুগিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট (আইএআই) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

অ্যালুমিনিয়াম মূলত পরিবহন, ভবন নির্মাণ ও প্যাকেজিং খাতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। ধাতুটির উৎপাদন জ্বালানিনির্ভর। গত বছরের জ্বালানি সংকটের জেরে এ বছরের প্রথমার্ধে ইউরোপের দেশগুলোয় অ্যালুমিনিয়াম উৎপাদন কমেছে। অন্যদিকে নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ায়ও এটির উৎপাদন বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে।

আইএআই জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ৫০ হাজার টনে।

রাশিয়া গত বছরের শুরুর দিকে ইউক্রেনে হামলা চালালে বিশ্বজুড়ে জ্বালানি পণ্যের তীব্র সংকট দেখা দেয়। এ সংকটে যায় জ্বালানি পণ্যের দাম। ফলে পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলোয় অ্যালুমিনিয়াম উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক কারখানা উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়। চলতি বছরও সংকট কাটিয়ে উঠতে পারেনি দেশগুলো। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশগুলোয় ১৩ লাখ ৪৫ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *