অ্যাপলকে পেছনে ফেলল হুয়াওয়ে

স্মার্টফোনের বাজারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে পেছনে ফেলেছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। হুয়াওয়ে এখন অ্যাপলকে হটিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। স্মার্টফোনের বাজারে এখনো শীর্ষে আছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পকেট নাউ এক প্রতিবেদনে বলেছে, ২০১৮ সালে ২০ কোটি স্মার্টফোন বাজারে ছেড়েছে হুয়াওয়ে। তাদের বিক্রি করা শীর্ষ স্মার্টফোনগুলো হচ্ছে হুয়াওয়ে পি২০, অনার ১০ ও মেট ২০ সিরিজ। ২০১৭ সালে ১৫ কোটি ৩০ লাখ ইউনিট ফোন বাজারে ছেড়েছিল প্রতিষ্ঠানটি।

এ বছর স্যামসাং বাজারে এনেছে ৩০ কোটি ইউনিট স্মার্টফোন। এ বছরের প্রথম প্রান্তিকে হুয়াওয়ের চেয়ে অ্যাপল এগিয়ে থাকলেও পুরো বছরের হিসাবে অ্যাপলকে ছাড়িয়ে গেছে চীনা প্রতিষ্ঠানটি।

বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপলের দখলে ছিল স্মার্টফোন বাজারের ১৩ দশমিক ২ শতাংশ আর হুয়াওয়ের দখলে ছিল বাজারের ১৪ দশমিক ৬ শতাংশ।

এ বছরের জুলাই মাসে ১০ কোটি ইউনিট ফোন বাজারে আনার পর হুয়াওয়ের প্রধান নির্বাহী রিচার্ড ইয়ু ডিসেম্বর নাগাদ ২০ কোটি ইউনিট ফোন বিক্রির পূর্বাভাস দেন। হুয়াওয়ের স্মার্টফোন বিভাগের কর্মকর্তা হি গ্যাং জানান, ২৫ ডিসেম্বরের মধ্যেও ওই লক্ষ্য অর্জন করা যাবে।

হুয়াওয়ের কর্মকর্তারা বলছেন, কয়েক বছর ধরে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ব্যাপকভাবে বেড়েছে। তাই স্মার্টফোন বিভাগ থেকে আসা মুনাফা হুয়াওয়ের টেলিকম যন্ত্রপাতির ব্যবসাকে প্রায় ধরে ফেলছে।

২০১৯ সালের শেষ নাগাদ স্মার্টফোনের বাজারে শীর্ষে যাওয়ার পরিকল্পনা করেছে হুয়াওয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *