অ্যান্ট গ্রুপকে চীনের ১১০ কোটি ডলার জরিমানা

স্টাফ রিপোর্টার

আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপকে কমপক্ষে ৮০০ কোটি ইউয়ান (১১০ কোটি ডলার) জরিমানা করতে যাচ্ছে চীনা প্রশাসন। ঘনিষ্ঠভাবে জড়িত সূত্র জানিয়েছে, এর মধ্য দিয়ে ফিনটেক প্রতিষ্ঠানটিতে বছরের পর বছর ধরে চলা নিয়ন্ত্রণ জটিলতার অবসান ঘটবে।

রয়টার্সের কাছে দেয়া সাক্ষাৎকারে সূত্র জানিয়েছে, ‘অল্প সময়ের মধ্যেই পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) জরিমানার বিষয়টি প্রকাশ করবে’। ২০২০ সালের শেষের দিকে ৩৭ কোটি ডলার আইপিও বাতিল হওয়ার পরে অ্যান্ট গ্রুপকে পুনর্গঠিত করতে চেষ্টা চালিয়ে আসছে পিবিওসি। দেশটিতে কোনো ইন্টারনেট কোম্পানির জন্য এটিই হবে সবচেয়ে বড় অংকের জরিমানা। সিদ্ধান্তটি ফিনটেক ফার্মটিকে একটি আর্থিক হোল্ডিং কোম্পানির লাইসেন্স সুরক্ষিত করতে ও উন্নতির পথ খুঁজতে এমনকি স্টক মার্কেটে পুনরুজ্জীবিত হওয়ার পরিকল্পনাকে এগিয়ে নিতে সাহায্য করবে।

বৃহত্তর প্রযুক্তি খাতের জন্য অ্যান্টকে জরিমানার ঘটনা চীনের ব্যক্তিগত উদ্যোগের বিরুদ্ধে একটি কঠোর ক্র্যাকডাউনের নজির হয়ে থাকবে। ২০২০ সালে অ্যান্টের আইপিও বাতিলের ঘটনা বেশ কয়েকটি কোম্পানির বাজার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার নেই করে দেয়া হয়েছে। প্রসঙ্গত, বিলিয়নেয়ার জ্যাক মা প্রতিষ্ঠিত অ্যান্ট গ্রুপের অন্যান্য ব্যবসার মধ্যে অর্থপ্রদান প্রক্রিয়াকরণ, ভোক্তা ঋণ ও বীমা পণ্য বিতরণ করে। কয়েক বছর ধরেই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছিল বেইজিং। ২০২০ সালের মাঝামাঝিতে টেনে ধরা হয় অ্যান্ট গ্রুপের লাগাম। সে সময় গ্রুপটির ৩ হাজার ৭০০ কোটি ডলার সমমূল্যের আইপিও শেষ মুহূর্তে এসে বাতিল ঘোষণা করে চীনা নিয়ন্ত্রণ সংস্থা। ওই সময় প্রতিষ্ঠানটিকে পুনর্গঠনে বাধ্য করা হয়। ফলাফল হিসেবে এর নিয়ন্ত্রণ হারাতে হয় জ্যাক মাকে।

২০২১ সালের এপ্রিল থেকে অ্যান্ট ব্যাপক ব্যবসায়িক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। যার মধ্যে এটিকে একটি আর্থিক হোল্ডিং কোম্পানিতে পরিণত করা অন্যতম। এ প্রক্রিয়ায় অ্যান্টকে ব্যাংকগুলোর মতোই মূলধন ও আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *