অ্যান্টিবায়োটিক সেবনে বাড়তে পারে শিশুর ওজন

সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন জাতীয় রোগে অ্যান্টিবায়োটিক সেবন করা হয়। ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে যেসব রোগ হয়, সেগুলো নিরাময়ের জন্য এটি ব্যবহার করা হয়। তবে অ্যান্টিবায়োটিক সেবনের ফলে শিশুদের পরবর্তী জীবনে অন্ত্রে ব্যাকটেরিয়ার পরিবর্তন, অ্যালার্জি, অটোইমিউন ডিজঅর্ডারসহ ওজনাধিক্যও হতে পারে। সম্প্রতি একটি গবেষণায় এমনই তথ্য পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন।

ইউনির্ভাসিটি অব মিনেসোটার সহকারী অধ্যাপক এবং গবেষণা প্রধান ডেন ক্নাইটস জানান, আগে কিছু গবেষণায় দেখা গেছে, অ্যান্টিবায়োটিক সেবনের সঙ্গে অন্ত্রের ব্যাকটেরিয়ার পরিবর্তনের একটি শক্ত যোগসূত্র রয়েছে। সম্প্রতি গবেষণাটিতে কীভাবে অ্যান্টিবায়োটিক শিশুদের পরবর্তী জীবনে অন্ত্রের ব্যাকটেরিয়ার পরিবির্তনে প্রভাব রাখে এ বিষয়ে আলোচনা করা হয়।

গবেষণায় বলা হয়, অ্যান্টিবায়োটিক শিশুদের ক্ষেত্রে বহুল প্রচলিত একটি ওষুধ যা চিকিৎসকরা চিকিৎসাপত্রে দিয়ে থাকেন। গবেষণায় দেখা যায়, অন্ত্রে ব্যাকটেরিয়ার গঠনের ওপরও অ্যান্টিবায়োটিকের স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রভাব রয়েছে।

গবেষণার ফলাফলে দেখা যায়,অ্যান্টিবায়োটিক সেবনে অন্ত্রের মাইক্রোবায়োটা পরিবর্তিত হয়। এর ফলে ছোট চেইনের চর্বি কোষ বৃদ্ধি হয়ে বিপাক ক্ষমতাকে প্রভাবিত করে। যা পরবর্তী জীবনে শিশুদের ওজন বাড়িয়ে দিতে পারে।

গবেষকরা দেখেন, ১৩ মাসের বাচ্চাদের মধ্যে এর প্রভাব বেশি দেখা যায়। তাই গবেষকদের মতে ছোট শিশুদের অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে ক্লিনিক্যাল পরীক্ষা করে এই ওষুধ দেওয়া উচিত।

গবেষণাটি প্রকাশিত হয় সেল হোস্ট অ্যান্ড মাইক্রোবায়োমি জার্নালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *