অ্যাটলেটিকোর কাছে হেরে বিদায় রোনালদোদের
স্টাফ রিপোর্টার
ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ হলো। তাতে এগিয়ে ছিল ঘরের মাঠের ম্যানচেস্টার ইউনাইটেডই। কিন্তু ইউরোপসেরার মঞ্চে নিজের প্রথম গোলটা এমন এক রাতেই করলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি, যে গোলই গড়ে দিলো পার্থক্য।
ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার লোদির একমাত্র গোলে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে শেষ আটে পা রাখল দিয়েগো সিমেওনের দল, বিদায় হয়ে গেলো রোনালদোদের। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে আগের ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করা রোনালদো মঙ্গলবার রাতে নিজের ছায়া হয়েই ছিলেন।