অস্ট্রেলিয়ায় কয়লায় দাম কমছে
অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষ কয়লা রফতানিকারক দেশ। চলতি বছরের শুরু থেকে দেশটির কয়লা রফতানি খাতে মন্দাভাব বজায় রয়েছে। বিশেষত চীনের বাজারে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমতে শুরু করেছে।
এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় রফতানিযোগ্য কয়লার দাম কমতির দিকে রয়েছে। এ ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে অস্ট্রেলিয়ায় জ্বালানি পণ্যটির দাম কমে গত বছরের এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। খবর রয়টার্স।
মূলত চীনের বাজারে রফতানি উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার জের ধরে অস্ট্রেলিয়ান কয়লার দাম ২০১৯ সালে এসে ৬ শতাংশ কমে গেছে, যা আগামী দিনগুলোয়ও অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বন্দরে সর্বশেষ সপ্তাহে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তাপ কয়লা (থার্মাল কোল) ৯৫ ডলার ৭৫ সেন্টে বিক্রি হয়েছে। ২০১৮ সালের এপ্রিলের পর এখানকার বন্দরে রফতানিযোগ্য তাপ কয়লার এটাই সর্বনিম্ন দাম। চলতি বছরের শুরু থেকে সর্বশেষ সপ্তাহে প্রথমবারের মতো জ্বালানি পণ্যটির দাম টনপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।