অস্কারে সেরা অভিনেতা রামি সাঈদ মালেক
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন আমেরিকান তারকা রামি মালেক। ‘বোহেমিয়ান র্যাপসোডি’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য এবছর তার হাতে উঠলো অস্কার।
৯১তম অস্কার পুরস্কার জিততে রামি মালেকের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হয়েছে ক্রিস্টিয়ান বেল ও ব্রাডলি কুপারের। তবে শেষ পর্যন্ত পুরস্কার উঠেছে রামি মালেকের হাতে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের ৯১তম আসরের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায়। এবারের আসরে কোনো উপস্থাপক নেই। আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।