অর্থমন্ত্রীর কাছে আইবিএফবির ৭ প্রস্তাব
করব্যবস্থা সহজীকরণ ও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সাতটি প্রস্তাব দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।
বৃহস্পতিবার সচিবালয়ে আইবিএফবির নবনির্বাচিত কমিটি অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এসব প্রস্তাব দেন।
করের পরিধি বাড়ানো এবং কর পরিশোধের প্রক্রিয়া সহজ করা। ব্যবসা করার পরিবেশের উন্নয়ন সূচকে উন্নয়নে জমি রেজিস্ট্রেশন, বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি, ঋণপ্রাপ্তি ও সহজে কর পরিশোধের প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। দেশের প্রধান বন্দর চট্টগ্রামের ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা, বন্দরসমূহের সাথে সারা দেশের যোগাযোগ সহজ ও দ্রুততর করা, বন্দরের অবকাঠামো সঙ্গে বিমানবন্দর কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধি কর।
বিদেশি জনবলের ওপর নির্ভরতা কমাতে বাস্তবসম্মত পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করা। গার্মেন্টসের পাশাপাশি বিকল্প রফতানি খাত চিহ্নিত করে ওইসব খাতের উন্নয়নের পদক্ষেপ ও প্রণোদনার ব্যবস্থা করা। শিল্পকারখানায় গবেষণার কাজে বিনিয়োগকৃত অর্থের কর ছাড় দেয়া। এবং দক্ষ জনশক্তি তৈরি করে সরকারি প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি করার ব্যবস্থা করা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা।
এ সময় অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও করের পরিধি বাড়াতে সরকার কাজ করছে। প্রস্তাবগুলো বাস্তবসম্মত। এটি বিবেচনায় করা হবে। একই সঙ্গে আইবিএফবিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
আইবিএফবির প্রেসিডেন্ট এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদের নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও খান বাহাদুর গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম চৌধুরী, আইবিএফবির ভাইস প্রেসিডেন্ট এম এস সিদ্দিকি, লুৎফুন্নিসা সাউদিয়া খান, পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান, মো. মজিবুর রহমান, মোহাম্মদ আব্দুল মজিদ, আলী মো. আফজাল, এ এফ এম মতিউর রহমান এবং মোহাম্মদ আলী দ্বীন।