অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

অর্থনীতিতে এ বছর যৌথভাবে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম ডি নর্ডহাউস এবং পল এম রোমার। আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের বিচারকরা এ পুরস্কার ঘোষণা করেন। সূত্র দ্য গার্ডিয়ান।

বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসামান্য অবদানের জন্য চলতি বছর নোবেল পেলেন এই দুই মার্কিন অর্থনীতিবিদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য পুরস্কৃত করা হয় উইলিয়াম ডি নর্ডহাউসকে। আর বিশ্বের প্রযুক্তিগত পরিবর্তনের জন্য পল রোমারকে পুরস্কৃত করা হয়।

গত বছর অর্থনৈতিক আচরণের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *