অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে হবে
অবকাঠামো খাতে উন্নয়নের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সদস্যভুক্ত দেশগুলোর জন্য আগামীতে এক হাজার বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। কিন্তু এডিবিসহ অন্যান্য দাতাসংস্থাগুলোর মোট তহবিলের পরিমাণ ১৪৬ বিলিয়ন ডলার। তাই এ খাতে বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন আইডিবি’র প্রেসিডেন্ট বন্দর এম এইচ হাজ্জার।
রোববার রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলেন এসব কথা বলেন তিনি। ঢাকায় ইসলামী উন্নয়ন ব্যাংকের রিজিওনাল হাব (আঞ্চলিক কার্যালয়) স্থাপনের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইডিবি প্রতিনিধি হানি সালিম সোনবল প্রমুখ।
আইডিবি প্রেসিডেন্ট বলেন, আইডিবির ঢাকা কার্যালয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন উদ্বাবনী কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে। প্রযুক্তি দিনদিন এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির উন্নয়নে যেসব আইডিয়া আসবে, সেগুলো বাস্তবায়নেও পর্যাপ্ত আর্থিক সহায়তা দেয়া হবে।
‘বেসরকারি খাতকে আমরা প্রযুক্তি সহায়তাসহ বিভিন্নভাবে আর্থিক সহায়তা করবো। তাদের কোনো আইডিয়া থাকলে সেটা বাস্তবায়নে কাজ করবো। আশা করি নতুন নতুন আইডিয়ার সুফল আইডিবির সদস্য দেশগুলোও পাবে। ফলে পারস্পরিক যোগাযোগও বৃদ্ধি পাবে।’
হাজ্জার বলেন, ‘গত চার দশকে বাংলাদেশের উন্নয়নে আমরা ২২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছি। আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে।’
‘বাংলাদেশের আঞ্চলিক অফিস থেকে পাশের দেশ ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, চীন, শ্রীলঙ্কাসহ আরও অনেক দেশে কার্যক্রম পরিচালিত হবে। আইডিবির অর্থায়ন ও কর্মকাণ্ড বিকেন্দ্রীকরণের যে পরিকল্পনা রয়েছে, এটি তারই অংশ। শুধু মুসলিম দেশগুলোতে নয়, অমুসলিম দেশগুলোতেও ঋণ সহযোগিতা দিচ্ছে আইডিবি। যেখানে কারিগরি সহযোগিতার প্রয়োজন, সেখানে তা দেয়া হচ্ছে। আইডিবির সদস্য নয়- এমন দেশগুলোকেও ঋণ দেয়া হচ্ছে। এমনকি অমুসলিম দেশগুলো এ সহায়তা পাচ্ছে’- যোগ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশসহ ১১টি দেশে আইডিবির হাব রয়েছে। বাংলাদেশের হাব থেকে আইডিবির ১৯টি সহযোগী দেশে কার্যক্রম পরিচালিত হবে। বর্তমানে আইডিবির সদস্য দেশ ৫৭টি।