অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাড়িয়েছে রাশিয়া

রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন খাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্দাভাব দেখা গেছে। এ সময় দেশটির কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন আগের মাসের তুলনায় ৪০ হাজার ব্যারেল কমেছে। তবে উত্তোলন খাতে বিদ্যমান মন্দাভাব সত্ত্বেও একই সময়ে জ্বালানি তেলের রফতানি বাড়িয়েছে রাশিয়া।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে আগের মাসের তুলনায় প্রতিদিন অতিরিক্ত ১ লাখ ৬৭ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। রুশ জ্বালানি মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ব্লুমবার্গ ও রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর শীর্ষ তালিকায় রাশিয়ার অবস্থান বিশ্বে তৃতীয়। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারিতে রাশিয়ার কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল।

ফেব্রুয়ারিতে রাশিয়ার কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন কমে দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ব্যারেলে। সেই হিসাবে, এক মাসের ব্যবধানে রাশিয়ায় জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন ৪০ হাজার ব্যারেল কমেছে।

এদিকে টনের হিসাবে গত জানুয়ারিতে রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের গড় উত্তোলন দাঁড়িয়েছিল ৪ কোটি ৮১ লাখ ১৩ হাজার টন। ফেব্রুয়ারিতে দেশটিতে জ্বালানি পণ্যটির গড় উত্তোলন নেমে এসেছে ৪ কোটি ৩৩ লাখ ৩ হাজার টনে। সেই হিসাবে এক মাসের ব্যবধানে গত ফেব্রুয়ারিতে রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে ৪৮ লাখ ১০ হাজার টন।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরপতনের লাগাম টানতে চলতি বছরের শুরুতে জ্বালানি পণ্যটির সম্মিলিত উত্তোলন গত অক্টোবরের তুলনায় দৈনিক ১ লাখ ২০ হাজার ব্যারেল কমানোর বিষয়ে একমত হয় জ্বালানি তেলের রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)।

ওপেকের সদস্য না হলেও রাশিয়া এ শর্ত মেনে চলায় রাজি হয়েছে। তবে গত ফেব্রুয়ারিতে উত্তোলন খাতে মন্দাভাব বজায় থাকলেও ওপেকের শর্ত মেনে জ্বালানি তেল উত্তোলনে ব্যর্থ হয়েছে দেশটি।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তোলন খাতে মন্দাভাব দেখা গেলেও বিশ্বের দ্বিতীয় শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক দেশ রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানিতে চাঙ্গাভাব দেথা গেছে। রুশ জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে প্রতিদিন গড়ে ৪৪ লাখ ৮০ হাজার ব্যারেল জ্বালানি তেল রফতানি হয়েছে।

গত জানুয়ারিতে দেশটি থেকে দৈনিক গড়ে ৪৩ লাখ ১৩ হাজার ব্যারেল জ্বালানি তেল রফতানি হয়েছিল। অর্থাৎ এক মাসের ব্যবধানে রাশিয়া থেকে জ্বালানি তেল রফতানি বেড়েছে দৈনিক ১ লাখ ৬৭ হাজার ব্যারেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *