অপরিশোধিত চিনির দাম বেড়েছে

স্টাফ রিপোর্টার

দুই মাসের সর্বনিম্নে নেমে যাওয়ার পর আবারো বেড়েছে অপরিশোধিত চিনির দাম। সরবরাহ সংকটের উদ্বেগে বেশি পরিমাণে পণ্যটি ক্রয় করছেন বিনিয়োগকারীরা। মূলত এ কারণেই দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুঁজিবাজারে ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীরা ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে অপরিশোধিত চিনি কেনা কমিয়ে দিয়েছিলেন। এ কারণে একদিন আগেও পণ্যটির দাম অবস্থান করছিল দুই মাসের সর্বনিম্নে।

সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মূল্যবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে। ফলে বিকল্প হিসেবে বাড়তে পারে আখ থেকে উৎপাদিত বায়োডিজেলের ব্যবহার। চাহিদা বেড়ে গেলে মিলগুলো আখ থেকে চিনির পরিবর্তে বায়োডিজেল উৎপাদন বাড়িয়ে দিতে পারে। ফলে চিনি সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শীর্ষ উৎপাদক ব্রাজিলের মিলগুলো বায়োডিজেল উৎপাদনে এগিয়ে থাকবে।

বাজারের তথ্যানুযায়ী, সর্বশেষ কার্যদিবসে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) মে মাসের সরবরাহ চুক্তিতে অপরিশোধিত চিনির দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি পাউন্ডের মূল্য স্থির হয়েছে ১৭ দশমিক ৯৪ সেন্টে। এর আগে প্রতি পাউন্ডের দাম ১৭ দশমিক ৭০ সেন্টে নেমে গিয়েছিল। অন্যদিকে মে মাসের সরবরাহ চুক্তিতে সাদা চিনির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫০১ ডলার ৭০ সেন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *