অপরাধমূলক কাজে ক্রিপ্টোর ব্যবহার রেকর্ড উচ্চতায়

স্টাফ রিপোর্টার

২০২১ সালে ১ হাজার ৪০০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত অপরাধ সংঘটিত হয়েছে। এ পরিসংখ্যান ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। মার্কিন ব্লকচেইন গবেষণা সংস্থা চেইন্যালাইসিস এ তথ্য জানিয়েছে। এটি এমন একটি রেকর্ড, যা দ্রুত বর্ধনশীল খাতে আরো নিয়ন্ত্রণ আরোপে নীতিনির্ধারকদের আরো সুযোগের দাবি জোরালো করে তুলবে। খবর রয়টার্স।

চেইন্যালাইসিস একটি প্রতিবেদনে জানিয়েছে, কেলেঙ্কারি, ডার্কনেট মার্কেট ও র‍্যানসমওয়্যারসহ অবৈধ কার্যক্রমে যুক্ত ক্রিপ্টোর লেনদেন এক বছর আগের তুলনায় ৮০ শতাংশ বেড়েছে। পরিমাণটি মোট ক্রিপ্টো লেনদেনের মাত্র দশমিক ১৫ শতাংশ। গত বছর ক্রিপ্টোকারেন্সির মোট লেনদেন বেড়ে ১৫ লাখ ৮০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এ লেনদেনের পরিমাণ ২০২০ সালের চেয়ে পাঁচগুণ বেশি। ২০২১ সালে বিটকয়েন থেকে শুরু করে নন-ফাঞ্জিবল টোকেনের মতো ডিজিটাল সম্পদ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় কোম্পানিগুলোর কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

নতুন বিনিয়োগকারীরা দ্রুত মুনাফার প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়েছেন। পাশাপাশি তারা আশা করেন, বিটকয়েন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরি করে। তবু ক্রিপ্টোকারেন্সি এখনো জটিল নিয়মের মধ্যে রয়েছে। কারণ ডিজিটাল এ মুদ্রার মাধ্যমে অর্থ পাচার ও অপরাধমূলক কাজে অর্থায়নের সুযোগ রয়েছে। ওয়াশিংটন থেকে ফ্রাঙ্কফুর্ট পর্যন্ত আর্থিক নজরদারি ও নীতিনির্ধারকরা অর্থ পাচারের জন্য ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিয়ে শঙ্কিত। এজন্য তারা এ শিল্পের ওপর নিয়ন্ত্রণ আরোপে আরো ক্ষমতা দেয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *