ভারতে আবারো কারখানা চালু করতে পারে ফোর্ড
সাত মাস আগে ভারতে সব ধরনের উৎপাদন স্থগিত করে ফোর্ড। এভাবে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটিকে ২০০ কোটি ডলারের ক্ষতির মুখেও পড়তে হয়। এখন আবার বিদ্যুচ্চালিত যানবাহন তৈরির মাধ্যমে নতুন করে ভারতে কাজ শুরু করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ন্যাশনাল।
২০১২ সালে ফোর্ডের প্রত্যাশা ছিল ভারতের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর কারণে ২০২০ সালে সংস্থাটির বৃহত্তম তিনটি বাজারের একটি হবে ভারত। পরে যখন উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয় সেই সময় সংস্থাটির বাজার অংশীদারত্ব ১ দশমিক ৫ শতাংশেরও কম হয়ে গিয়েছিল। ফলে এমন সিদ্ধান্ত খুব একটা আশ্চর্যজনক ছিল না।
সেই সময়ে ভারতের দক্ষিণ ও পশ্চিমের দুটি কারখানায় বিপুল পরিমাণ বিনিয়োগ করেছিল ফোর্ড। সেখানে স্থানীয় বাজার ও রফতানির জন্য কার ও এসইউভি তৈরি করা হতো। তবে এক দশকে ২০০ কোটি ডলারেরও বেশি লোকসানের সম্মুখীন হয় ফোর্ড। সস্তা গাড়ি ও দুই চাকার বাইক দ্বারা প্রভাবিত মূল্য সচেতন এ বাজারের দখল নিতে ব্যর্থ হয় সংস্থাটি।
এখন সেসব ক্ষতি থেকে উঠে আসার পথ খুঁজছে প্রতিষ্ঠানটি। একটি গণমাধ্যমকে ফোর্ড জানিয়েছে, রফতানির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটি ভারতের একটি কারখানা ব্যবহারের সম্ভাবনা নিয়ে ভাবছে।
মার্কিন গাড়ি নির্মাতা এ প্রতিষ্ঠানটির জন্য ভারতে অর্থবহ পথ তৈরি করা কঠিন। তাই সেটা খুব ভালো পদক্ষেপ হবে বলেই মনে করা হচ্ছে। ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে আরেকটি সুযোগ নিতে ফোর্ডকে সহায়তা করছে বিদ্যুচ্চালিত যানবাহন তৈরির সিদ্ধান্ত।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনে ঝুঁকছে। এরই অংশ হিসেবে আবারো ভারতে উৎপাদন শুরুর পরিল্পনা করছে ফোর্ড।