ফোর্ডের গাড়ি বিক্রি বেড়েছে

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রে ফোর্ডের গাড়ি বিক্রি বেড়েছে। আগস্টে বছরওয়ারি হিসেবে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিক্রি দুই অংকের বেড়েছে। যদিও আগের মাসের তুলনায় সংস্থাটির গাড়ি বিক্রি কিছুটা কমেছে। সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের কারণে পুরো অটোমোবাইল শিল্পের মতো ফোর্ডও বিভিন্ন প্রতিবন্ধকতা পার করছে। খবর সিএনবিসি।

গত মাসে ডেট্রয়েটভিত্তিক প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫৮ হাজার ৮৮ ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি। চিপসহ যন্ত্রাংশ ঘাটতির কারণে ২০২১ সালের এ সময়ে সংস্থাটির উৎপাদন ও বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও গত মাসে সংস্থাটির বিক্রীত গাড়ির সংখ্যা জুলাইয়ের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কম। এর মধ্যে এফ-সিরিজের পিকআপ ট্রাকের বিক্রি ৮ শতাংশ কমেছে।

ফোর্ড জানিয়েছে, আগস্টে লাভজনক এফ-সিরিজ পিকআপের বিক্রি বছরওয়ারি হিসাবে ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তবে চলতি বছরের প্রথম আট মাসে গাড়িটির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ কমেছে। ৩১ আগস্ট পর্যন্ত ৬ হাজার ৮৪২ ইউনিট বিদ্যুচ্চালিত এফ-১৫০ লাইটনিং পিকআপ বিক্রি করেছে সংস্থাটি।

ফোর্ডের বিক্রি, বিতরণ ও ট্রাক বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু ফ্রিক একটি বিজ্ঞপ্তিতে বলেন, গত মাসে এফ-সিরিজ ছিল আমেরিকার সবচেয়ে বেশি বিক্রি হওয়া ট্রাক, সবচেয়ে বেশি বিক্রীত হাইব্রিড ট্রাক এবং সবচেয়ে বেশি বিক্রীত বিদ্যুচ্চালিত ট্রাকও। জুলাইয়ে প্রতিষ্ঠানের সামগ্রিক বিদ্যুচ্চালিত যানবাহনের বহর চার গুণ বেড়েছে।

আগস্ট পর্যন্ত ফোর্ডের মোট বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি ৩৬ হাজার ৫০০ ইউনিট ছাড়িয়েছে। এর মধ্যে গত মাসে ৫ হাজার ৯০০ গাড়ির বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে। এ সংখ্যা আগের মাসের তুলনায় ২৩ শতাংশ কম হলেও এক বছর আগের তুলনায় ৩০০ শতাংশ বেশি।

বিলাসবহুল লিংকন ব্র্যান্ডসহ গত মাসে সংস্থাটির মোট বিক্রি ১২ লাখ ইউনিট ছাড়িয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ২ শতাংশ কম। গত মাসের শেষে ডিলার স্টক ও ইন-ট্রানজিটসহ সংস্থাটির মজুদ ২ লাখ ৫৯ হাজার ইউনিটে পৌঁছেছে। এ সংখ্যা জুলাইয়ের ২ লাখ ৫৪ হাজার থেকে বেশি।

অটোমোবাইল শিল্পের রেটিং এজেন্সি জেডি পাওয়ার ও এলএমসির অনুমান, গত মাসে যুক্তরাষ্ট্রে সামগ্রিক গাড়ি বিক্রি ২ দশমিক ৬ শতাংশ কমে ৯ লাখ ৮০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *