প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিলো কেন্দ্রীয় ব্যাংক
দেশজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ অর্থ দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদের অনুষ্ঠিত ৪৩৬তম পর্যদ সভায় অর্থনৈতিক সংকটময় অবস্থা, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা’ তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২২ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের (এক কোটি) সমপরিমাণসহ মােট ২৩ কোটি টাকা দেওয়া হয়েছে। এ তহবিল হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ‘জুলাই বিপ্লবে’ হতাহতদের সাহায্যে আরও ৫ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক।