জাপানের চলতি হিসাবে উদ্বৃত্ত ১ হাজার ৩০০ কোটি ডলার
জাপানের চলতি হিসাবের উদ্বৃত্ত গত মে মাসে দাঁড়িয়েছে ১ দশমিক ৮৬ ট্রিলিয়ন ইয়েন বা ১ হাজার ৩০০ কোটি ডলার। গত বছরের একই মাসের তুলনায় যা প্রায় আড়াই গুণ বেড়েছে। জ্বালানি আমদানি ব্যয় হ্রাস ও বিনিয়োগে রেকর্ড মুনাফায় এমনটা সম্ভব হয়েছে। গতকাল প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর কিয়োদো এজেন্সি।
চীনে রফতানি কমায় এবং বিশ্ব অর্থনীতিতে শ্লথগতির আশঙ্কায় জাপানের রফতানি কমেছে। ২৭ মাস পর বছরওয়ারি রফতানি কমল এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির। সব মিলিয়ে মে মাসে জাপানের বাণিজ্য ঘাটতি ৩৮ দশমিক ৮ শতাংশ কমে ১ দশমিক ১৯ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে।
জাপানের অর্থনীতির সবচেয়ে আশাব্যঞ্জক দিক হচ্ছে ওই মাসে বিদেশী বিনিয়োগ বৃদ্ধি। অর্থ মন্ত্রণালয় বলছে, মে মাসে জাপানের প্রাথমিক আয় উদ্বৃত্ত ছিল ৩ দশমিক ৬৩ ট্রিলিয়ন ইয়েন, যা যেকোনো মাসের সর্বোচ্চ।
মে মাসে জাপানের রফতানি ২ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২৪ ট্রিলিয়ন ইয়েন। আমদানি ১০ দশমিক ২ শতাংশ কমে ৮ দশমিক ৪৩ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে। অপরিশোধিত জ্বালানি তেল, কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি কমায় উদ্বৃত্ত বেড়েছে। তাছাড়া জাপানে বিদেশী পর্যটক আগমন বৃদ্ধিও অর্থনীতিতে সুবাতাস নিয়ে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।