চীনে গাড়ি বিক্রি বাড়বে ৬.২%
স্টাফ রিপোর্টার
আগামী বছরও চীনে গাড়ির চাহিদা ঊর্ধ্বমুখী থাকবে। ২০২২ সালে গাড়ি বিক্রি ২ কোটি ৭২ লাখ ২০ হাজার ইউনিটে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এ সংখ্যা চলতি বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ বেশি। চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল করপোরেশনের প্রতিবেদন অনুযায়ী, যাত্রীবাহী গাড়ির পাইকারি বিক্রি ৮ দশমিক ১ শতাংশ বাড়বে। অন্যদিকে বাণিজ্যিক যানবাহনের বিক্রি কমবে ২ দশমিক ২ শতাংশ। সিনহুয়া